নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর নয়াপল্টনের ইনার সার্কুলার রোডে এ সভার সভাপতিত্ব করেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এম. এ. ছফা চৌধুরী।
উক্ত সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন জাকির হোসেন, দেলোয়ার হোসেন, রাজ্জাক, মাহমুদ শোকরানা, এস.এম. মমতাজ, আবু বক্কর সিদ্দিক, মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
৩১ ডিসেম্বর এর মধ্যে কমিটি গঠনের তাগিদে সাত্তার, শিহাবুর রহমান, ছফা চৌধুরী এবং রাজ্জাককে কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়। ৩০ নভেম্বর এর মধ্যে সরকার জাতীয়করণের ঘোষণা না দিলে দলমত নির্বিশেষে সকল শিক্ষক কর্মচারীদের "চাকরি জাতীয়করণ আন্দোলনে" যোগ দেওয়ার আহ্বান জানান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।




















