সারাদেশ ১৩ নভেম্বর, ২০২০ ০১:৩৩

নারায়ণগঞ্জে ‘লাল সবুজের’ উদ্যোগে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

দেশে সবুজায়ন করার লক্ষ্য নিয়ে লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের টিফিনের টাকায় নারায়ণগঞ্জের শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার চৌধুরীবাড়ি এলাকায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

চারা বিতরণ শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম বলেন, আমরা প্রতি বছরই শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় গাছের চারা বিতরণ করি। এবছর করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকলেও আমরা ৫৩টি জেলায় চারা বিতরণ কর্মসূচি পালন করেছি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের মনিটরিং সেলের নির্বাহী প্রধান ইমরান হোসেন বাবু, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, কুমিল্লা দক্ষিন জেলা শাখার সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন সজীব, প্রচার সম্পাদক সালেমুছা মীর।