সারাদেশ ১৩ নভেম্বর, ২০২০ ০৯:৫৭

নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক

নওগাঁয় বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া বৈদ্যুতিক মিটারসহ তিন চোরকে আটক করেছে ডিবি পুলিশ আজ শুক্রবার দুপুরে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার

আটককৃতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার মাসুদ রানা (২৯), দুপচাঁচিয়া উপজেলার আব্দুল্লাহ মিলন (২৬) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার হালিম (৩০)

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র পল্লী বিদ্যুতের মিটার, তার ট্রান্সফারমারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে আসছিল গত এক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুতের প্রায় ২০টি মিটার চুরি হয়েছে এরপর পল্লী বিদ্যুতের পক্ষ থেকে নওগাঁ সদর থানায় একটি অভিযোগ করা হয়

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১২ নভেম্বর বিকেলে সদর উপজেলার কীর্ত্তিপুর এলাকা থেকে মিলন এবং মাসুদ রানাকে আটক করেন তাদের দেয়া তথ্য মতে জেলার রাণীনগর উপজেলার কড্ডার মোড় থেকে হালিমকে আটক করা হয়

পরে তাদের তথ্য মতে চুরি হওয়া তিন ফেজ ডিজিটাল মিটার, তিন ফেজ ডিজিটাল মিটার ছকেট ট্রান্সফরমার, এলটি বেয়ারা তারসহ বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয় ঘটনায় নওগাঁ সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে

সংবাদ সম্মেলনে নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, ডিবির ওসি কেএম শামসুদ্দিন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন