সারাদেশ ১৩ নভেম্বর, ২০২০ ০৩:২০

নারায়ণগঞ্জে বাড়িওয়ালার মারধরে ভাড়াটিয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের নলুয়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে তর্কবিতর্কের জের ধরে বাড়িওয়ালাদের মারধরে মেহেদী হাসান (৫১) নামের এক মুরগী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে মারধরের ওই ঘটনার অসুস্থ ব্যবসায়ী মেহেদী হাসানকে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত মেহেদী হাসান নলুয়া এলাকার মৃত ফজল মিয়ার পুত্র।

ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে বাড়িওয়ালা রানা, পিংকীসহ আরও একজনের সঙ্গে মেহেদী হাসানের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মেহেদী হাসানকে চরধাপ্পড় লাথিসহ মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় মেহেদী হাসান অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।