সারাদেশ ১২ নভেম্বর, ২০২০ ০৬:১০

পাটুরিয়া ফেরি ঘাট

 ৯ শ’ ট্রাক পারাপারের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের পাটুরিয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতা, পন্টুন ওঠানামা করা নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে

আজ বৃহস্পতিবার সকালে চিত্র দেখা গেছে এতে এই রুটে প্রায় ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে

নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহ, বনলতা শাহ আলী নামের তিনটি ফেরি বিকল থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে

নদীতে দ্রুত পানি হ্রাস পাওয়ায় ফেরি ঘাটের বেসিনে ড্রেজার দিয়ে ড্রেজিং করায় পন্টুনের পকেট বন্ধ রাখতে হচ্ছে কারণে প্রতিদিনই পাটুরিয়া ফেরি ঘাটের থেকে ৩টি করে পন্টুন বন্ধ থাকায় ফেরি ঘাটে ভিড়তে সমস্যা হচ্ছে

এক সময় এক ঘাটে দুইটি ফেরি আসলে একটিকে নিরাপদ স্থানে দাড়িয়ে থাকতে হচ্ছে এর ফলে ফেরিতে যানবাহন লোড আনলোড করতে সময় বেশি লাগছে এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে

ঢাকার সাভার থেকে ছেড়ে আসা যশোরগামী ট্রাক চালক কফিল হোসেন জানান, তিনি মঙ্গলবার সকালে পটুরিয়া ঘাটে আসেন কিন্ত পাটুরিয়া ঘাটে যানজটের কারণে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি

ঢাকার গাজীপুর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী ট্রাক চালক জাবেদ হোসেন জানান, গত মঙ্গলবার রাতে পাটুরিয়া ঘাটে আসেন কিন্ত বৃস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি রকম প্রায় ৯শট্রাক পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় পড়ে রয়েছে

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, নৌ-রুটে পদ্মা-যমুনা নদীতে দ্রুত পানি হ্রাস পাওয়ায় নব্যতা সংকট, ফেরি স্বল্পতা ঘাটের সমস্যার কারণে ফেরি চলাচল ব্যাহহত হওয়ায় গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিন ধরে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে