সারাদেশ ১২ নভেম্বর, ২০২০ ০৪:৪৯

কিশোরগঞ্জে রেস্তোরাঁয় বিস্ফোরণে দগ্ধ ৩

ডেস্ক রিপোর্ট

কিশোরগঞ্জ শহরের ঈশাখাঁ রোড এলাকায় একটি রেস্তোরাঁয় রহস্যজনক বিস্ফোরণ হয়েছে সময় দগ্ধ হন তিন জন কর্মচারি

গতকাল বুধবার সন্ধ্যার দিকে নিরালা টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিতকয়লা’ রোস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটে এতে দোকানের তিন কর্মচারি আহত হয়েছেন তাদের বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে

পুলিশ জানায়, অন্যদিনের মতো রেস্তোরাঁয় খাবার পরিবেশন করা হচ্ছিল সন্ধ্যা ৭টার কিছু আগে হঠাৎ রান্নাঘরে বিকট শব্দ হয় সময় রান্না ঘরের অন্তত ৪০ ফুট দূরের মোটা গ্লাসের দরজা, বাথরুমের দরজাসহ ভেতরের দুই পাশের জানালার গ্লাস ভেঙে টুকরো হয়ে যায় এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে

দোকানের কর্মচারিরা জানান, রান্না ঘরের ভেতরে গ্যাসের চুলার কাছে একটি নীলাভ আলো দেখতে পান তারা মুহূর্তেই বিকট শব্দ শুনতে পান সময় সামান্য দগ্ধ হন তিন কর্মচারি

তবে ফায়ার সার্ভিস পুলিশ জানিয়েছে সেখানে কোনো অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের পরিদর্শক মো. জয়নাল আবেদীন জানান, পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এখানে আসলে কী হয়েছে সেটি সঠিকভাবে বলা যাচ্ছে না

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন জানান, প্রাথমিকভাবে সেখানে কোনো আগুনের আলামত পাওয়া যায়নি ব্যাপারে রেস্টুরেন্টের মালিক পক্ষের কারও বক্তব্য জানা যায়নি