নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার ঢাকার সাভার পৌর এলাকার ওয়াপদা রোডে একটি ছয়তলা ভবন পাশের একটি ভবনের ওপর হেলে পড়েছে। স্থানীয় প্রশাসন বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে ভবনটি সিলগালা করে দিয়েছে। বাড়িটির সামনের অংশে মেঝেসহ ভবনের আশপাশে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।
ভবনের নিচতলার ইকবাল জেনারেল স্টোরের কর্মচারীরা বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে দোকান খোলার সময় তাঁরা দোকানের সামনে ফাটল দেখতে পান। ভবন দেবে যাওয়ায় তাঁরা শাটার খুলতে পারছিলেন না। পরে বিষয়টি জানাজানি হলে পৌর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফুল ইমাম বলেন, ভিতে ত্রুটি থাকায় ভবনটি এক দিকে হেলে পড়েছে এবং সামনের অংশ দেবে যাচ্ছে, যা খুবই ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দারা বলেন, টিনের ঘর থেকে কয়েক বছর আগে পাকা ভবন গড়ে তোলা হয়। এসব ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো প্রকৌশলীর পরামর্শ নেওয়া হয়নি। হেলে পড়া ভবনের পাশে নয়তলা ভবনটি নির্মাণ করা হয়েছে মাত্র দেড় শতাংশ জমির ওপর।
ভবনের মালিক মাজেদা আক্তার বলেন, তাঁদের ভবনটির অনুমোদিত নকশা রয়েছে। সম্প্রতি তাঁর স্বামী মারা যাওয়ায় তাঁরা তা খুঁজে পাচ্ছেন না। তবে তাঁদের ভবনটি মোটেও ঝুঁকিপূর্ণ নয়। একটি মহল গুজব ছড়িয়ে তাঁদের হয়রানি করছে।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়েছিল। এতে প্রাণ হারিয়েছিলেন ১১শ'র বেশি পোশাক শ্রমিক।




















