সারাদেশ ১০ নভেম্বর, ২০২০ ১১:৩১

চট্টগ্রামে লেগুনাচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে নিখোঁজ নাজমুল (২১) নামে এক লেগুনাচালকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে হাটহাজারী থানাধীন অনন্যা আবাসিকের পেছেন চন্দ্রবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লেগুনা চালক নাজমুল গোপালগঞ্জ জেলার ব্রাহ্মণডাঙ্গা এলাকার মজনু শেখের ছেলে।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাব্বারুল ইসলাম বলেন, লেগুনা চালক নাজমুল চট্টগ্রাম শহরের সাগরিকা থেকে নিখোঁজ হয়েছিলেন। তার লেগুনা ছিনতাই হয়েছিল। র‌্যাব সদস্যরা আমাদের সহযোগিতায় নাজমুলের মরেদহ উদ্ধার করেছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান বলেন, আজ র‌্যাব-৭ এর সদস্যরা নাজমুলের কাছ থেকে ছিনতাই হওয়া লেগুনাটি উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার মদুনাঘাট এলাকায় যাবার পর নাজমুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছিল।