সারাদেশ ১০ নভেম্বর, ২০২০ ০৬:২১

রাজশাহীর বাঘা উপজেলায়

রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, কসাইকে জরিমানা

রোগাক্রান্ত গরুর মাংস

রোগাক্রান্ত গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাঘা উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাই জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

গতকাল সোমবার সকাল ৭টার দিকে বাঘার হাটে ঘটনা ঘটে ওই রোগাক্রান্ত মাংসগুলো পুড়িয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছে কসাই জাকির হোসেন উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের জমসেদ আলীর ছেলে

জানা যায়, মাংস বিক্রেতা কসাই জাকির হোসেন রোগাক্রান্ত একটি গরু ক্রয় করে জবাই করে মাংস বিক্রি করছিলেন সময় গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা ঘটনাস্থলে যান সময় কসাই দোষ শিকার করায় জনসস্মুখে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পশু জবাই মাংসের মাননিয়ন্ত্রণ ২০১১ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়

বিষয়ে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, কতিপয় মাংস ব্যবসায়ী প্রায় খাওয়ার অনুপযোগী অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রি করেন এসব মাংস বিক্রির জন্য অনেকেই ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা বাসাবাড়ির ফ্রিজে রাখা হয়

  বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা বলেন, খবর পেয়ে দ্রুত অভিযুক্ত ব্যবসায়ীর দোকান পরিদর্শনে যাই সেখানে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে কসাইকে অর্থদণ্ড দেয়া হয় মাংসগুলো পুড়িয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছে

ছাড়া কেউ যেন খাওয়ার অনুপযোগী মাংস বিক্রয় না করে, সে বিষয়ে সব ব্যবসায়ীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে