সারাদেশ ৮ নভেম্বর, ২০২০ ০৬:৪৫

শার্শায় ১১ কেজি রুপাসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি রুপাসহ আলী হোসেন (৩৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ

আজ রোববার সকালে বাগআঁচড়ার জিবলিতলা থেকে তাকে আটক করা হয়আটক আলী হোসেন কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে

পুলিশ জানায়, বাগআঁচড়ার জিবলিতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ রুপার চালান যাবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে জিবলিতলা এলাকায় অভিযান চালানো হয় সময় সন্দেহভাজন হিসেবে আলী হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করলে সাড়ে ১১ কেজি রুপা পাওয়া যায়

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটক আলী হোসেন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ভারত থেকে রুপার চালানটি এনে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি ঘটনায় তার বিরুদ্ধে মামেলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে