ডেস্ক রিপোর্ট
বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামে রচনা রানী অধিকারী (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের দাবি, অজ্ঞাত কারণে তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তবে প্রতিবেশিরা গৃহবধূ রচনার মৃত্যু নিয়ে সন্দেহ করছেন। তাদের ধারণা, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার পর লাশ ঝুঁলিয়ে দেন। পরে লাশ হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, রচনা নারী অধিকারী শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামে সোনাতলা সড়কে কাপড় ব্যবসায়ী অনিক অধিকারীর স্ত্রী। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, রচনার স্বামী অনিক অধিকারী ও পরিবারের অন্য সদস্যরা দাবি করছেন, অজ্ঞাত কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





















