সারাদেশ ৬ নভেম্বর, ২০২০ ০৩:৫৪

কলারোয়ায় ভারতীয় অলঙ্কারসহ চোরাচালানকারী আটক

ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার কলারোয়ায় চোরাচালানের বিশেষ অভিযানে প্রায় ১২ কেজি ভারতীয় রূপার গহনাসহ এক চোরাচালানকারীকে আটক করেছে সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশ। আটককৃত চোরাচালানী ভ্যানচালক কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আশরাফ ঢালীর ছেলে মাসুদুর রহমান ওরফে খোকন ঢালী (৪৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের একটি টিম বঙ্গবন্ধু মহিলা কলেজ সংলগ্ন কলারোয়া-সোবাড়িয়া রাস্তায় একটি মোটরচালিত ভ্যান থামানোর সিগনাল দিলে ভ্যানচালক ভ্যান ফেলে পালানোর চেষ্টা করে। এসময় ভ্যানে থাকা একজন পালিয়ে গেলেও ভ্যানচালনকে খোকনকে পুলিশ ধাওয়া করে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ভ্যানের নিচে বিশেষ বক্সে রাখা বাজারের ব্যাগের মধ্যে ৯টি প্যাকেটে মোড়ানো ১১ কেজি ৭’শ গ্রাম রূপার গহনা জব্দ করে পুলিশ।

অভিযানটি কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, উদ্ধার হওয়া রূপার গহনার আনুমানিক মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৫’শ টাকা। এ ব্যাপারে গ্রেফতারকৃত খোকনসহ দুজনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।