ডেস্ক রিপোর্ট
হবিগঞ্জের বাহুবলে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে বৃন্দাবন সরকারি কলেজের এক ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে মূলহোতাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে বাহুবল থানা পুলিশ তাদের আটক করে।
আটক দুজন হলো বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামের মূল অভিযুক্ত সালাউদ্দিন (৫২) ও মঈন উদ্দিন (৪০)। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, জেলার চুনারুঘাট উপজেলার বৃন্দাবন সরকারি কলেজের অনার্সের ওই শিক্ষার্থীর সঙ্গে বাহুবল উপজেলার এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মেয়ের বাড়িতে গেলে প্রেমিকার বাড়ির আত্মীয়-স্বজন চোর আখ্যা দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চলায়। তবে প্রেমিকের বাড়ির লোকজনের অভিযোগ তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে। পরে নির্যাতনের ঘটনা ফেসবুকে ভাইরাল হয়।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রেমিকার বাড়ির আত্মীয়-স্বজনরা তাকে নির্যাতন করছেন। এ সময় তিনি বাঁচতে আকুতি-মিনতি করছেন, তবে কেউ তার প্রতি দয়া দেখাননি। খবর পেয়ে বাহুবল থানার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক ফয়সলের বাড়িতে খবর দিয়ে তাকে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে আত্মীয়-স্বজনরা তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফেসুবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর তা দেখে পুলিশ প্রশাসন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।





















