সারাদেশ ২ নভেম্বর, ২০২০ ০৪:০৫

‘আমারে মাইরেন না, আমি আর নিউজ করব না ভাই’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে গতকাল রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের কুমিরা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ সন্ধ্যায় সীতাকুণ্ডের বড় কুমিরা সেতুর নিচে কে বা কারা সাংবাদিক গোলাম সরোয়ারকে ফেলে রেখে যায় স্থানীয় লোকজন এক যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে

স্থানীয়রা জানান, উদ্ধারের সময় গোলাম সরোয়ার বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না আমি আর নিউজ করব না

সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সাংবাদিক গোলাম সরোয়ার আতঙ্কিত অবস্থায় এই কথা বলছেন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, সাংবাদিক গোলাম সরোয়ারকে সীতাকুণ্ড থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়

এর আগে গতকাল সকালে নগরীর দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধারের দাবিতে সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সমাবেশ থেকে অক্ষত অবস্থায় নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধারে আলটিমেটামসহ দাবি জানানো হয়েছিল

সাপ্তাহিকআজকের সূর্যোদয়পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ার গত বৃহস্পতিবার নিখোঁজ হন