নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। আজ রোববার সকালে উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মসজিদের পুকুর থেকে লাশগুলো উদ্ধারের পর স্থানীয় গোরস্তানে দাফন করা হয়।
নিহত আলামিন আহমদ রুস্তমপুর গ্রামের কবির মিয়ার ছেলে ও তাউসিফ আহমদ একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে বলে জানা গেছে।
গত শনিবার উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর থেকে নিখোঁজ হয় তাউসিফ আহমদ ও আলামিন নামে দুই শিশু। এরপর দিনভর অনেক খোঁজাখুঁজির পরে আজ সকালে স্থানীয় রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে তাদের লাশ পাওয়া যায়।
বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছানা মিয়া বলেন, লাশ দুটির জানাজার পর স্থানীয় গোরস্তানে দাফন করা হয়। শনিবার বিকালে মাছ ধরা দেখতে গিয়ে তারা নিখোঁজ হয়।





















