ডেস্ক রিপোর্ট
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে পড়ে শাবনুর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম শাবনুর (৭)। সে একই এলাকার রাজুর মেয়ে।
নিহতের পরিবারের বরাত দিয়ে চরক্লার্ক ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ উদ্দিন জানান, সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই শিশু মাছের প্রজেক্টের পুকুরে পড়ে যায়। পরে দুপুর ১টার দিকে ওই শিশু পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এর পর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, 'এ বিষয়ে শিশুটির পরিবার কিংবা এলাকাবাসীর পক্ষ হতে আমাকে কিছু জনানো হয়নি।




















