সারাদেশ ৩১ অক্টোবর, ২০২০ ০৩:৪৯

মোরেলগঞ্জে বাগান থেকে কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার 

ডেস্ক রিপোর্ট

বাগেরহাটে বাগান থেকে কাঁথায় মোড়ানো ছেলে নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় বাগানে কান্নার আওয়াজ শুনতে পান ওই বাড়ির মালিক। পরে উদ্ধার করা নবজাতককে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিশুটি এখন সুস্থ রয়েছে। দায়িত্বরত চিকিৎসক জানান, এক প্রসূতি মায়ের দুধ খাওয়ানো হচ্ছে তাকে। এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন উপজেলা প্রশাসন।