নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের হরিণাকণ্ডুতে ৭০ বছর বয়সের এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ রোববার উপজেলার গোপিনাথপুর গ্রামের মতিয়ার রহমান (মতি ফকির) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই বৃদ্ধা। অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের মৃত সোনা জোয়ার্দ্দারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর গ্রামের বাঁশবাগানের ভিতর দিয়ে মাঠে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় তাকে একা পেয়ে জাপটে ধরে যৌন হয়রানি করেন অভিযুক্ত মতি ফকির। পরে ওই নারী চিৎকার করলে মতি ফকির পালিয়ে যান।
ভুক্তভোগী ওই বৃদ্ধার প্রতিবেশি এক নারী জানান, ওই বৃদ্ধার স্বামী-সন্তান কেউ নেই। প্রতিবেশী ও গ্রামবাসীদের সহযোগিতায় তিনি জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন বিকেলে তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে আসেন। প্রতিবেশীরা কারণ জানতে চাইলে তিনি তাদের কাছে ঘটনার বিবরণ দেন।
হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।


















