নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় গার্মেন্টসের একটি পোশাকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকার বাসিন্দা আরিফ হোসেন তার টিনশেড বাড়ির পাঁচটি কক্ষ গুদাম হিসেবে ভাড়া দেন। গুদামগুলোতে গার্মেন্টসের স্টক লটের পোশাক (হুডি) রাখা হয়েছিল। রাতে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই পাঁচটি গুদামসহ ও বাড়ির আরও দু’টি কক্ষ পুড়ে গেছে।
তিনি আরও জানান. আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর তা বলা যাবে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি




















