রাজনীতি ১৭ আগস্ট, ২০১৯ ০৮:২৮

সায়মা ওয়াজেদই কি আওয়ামী লীগের পরবর্তি কান্ডারী?

ডেস্ক রিপোর্ট।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই সন্তান ও ছোট বোন শেখ রেহানার তিন সন্তান সকলেই উচ্চশিক্ষিত। প্রধানমন্ত্রী আগেই ঘোষনা দিয়েছেন যে এরপরের মেয়াদে তার দায়িত্ব নেওয়ার কোন ইচ্ছে নেই। ঠিক সেই কারনেই জনমনে বেশ দীর্ঘদিনের প্রশ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তরসূরী অর্থ্যাৎ আওয়ামী লীগের পরবর্তি কান্ডারী কে হতে যাচ্ছেন?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূত্র সজীব ওয়াজেদ জয়, আওয়ামী রাজনীতি ও জাতীয় রাজনীতিতে বেশ পরিচিত মুখ। তিনি বেশ দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। তৃণমূলে তার ব্যাপক গ্রহনযোগ্যতা থাকা স্বত্তেও তিনি খুব একটা রাজনীতি ঘেসা নন।

তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ দেশ গড়তে করনীয় ঠিক করতে জয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী নিজ মুখেই বলেছেন। আর বেশ কিছুদিন যাবৎ প্রধানমন্ত্রীর সাথে দেখা যাচ্ছে তার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে। দেশে বিদেশেও প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে দেখা যাচ্ছে তাকে। এর কারন হতে পারে প্রধানমন্ত্রী তাকে সাথে রেখে রাজনীতির প্রত্যক্ষ জ্ঞান দান করছেন।

প্রধানমন্ত্রী কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ। সারাবিশ্বেই তিনি অটিস্টিক শিশুদের অধিকার সহ বিভিন্ন সামাজিক বিষয়াবলী নিয়ে কাজ করে যাচ্ছেন। অটিজম নিয়ে তার কাজ আন্তর্জাতিক ভাবে স্মীকৃত। তিনি একজন ভালো বক্তাও। তৃণমূল নেতাকর্মীদের মাঝে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।

নেতৃত্ব দেওয়ার মত সকল গুন রয়েছে সায়মা ওয়াজেদ পুতুলের, এমন ধারনা পোষন করেন তৃণমূলের অনেক নেতা। অনেক আওয়ামী লীগ নেতাই তাকে দলের কান্ডারীর ভূমিকার জন্য যোগ্য মনে করেন। এখন সময়ই বলে দেবে, তিনি রাজনীতিতে আসবেন কবে? বা তিনিই কি হবেন আওয়ামী লীগের পরবর্তি কান্ডারী?