ডেস্ক রিপোর্ট।।
জাতীয় যুব সংহতির মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে স্লোগান দেয়ায় ছাত্রলীগ নেতার জিডি।
রংপুরে জাতীয় যুব সংহতির মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে থানায় জিডি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সিদ্দিকি রনি।বৃহস্পতিবার রাত একটায় কোতোয়ালি থানায় জিডি করেন তিনি।
মেহেদি হাসান রনি জানান, বৃহস্পতিবার রাতে যুবসংহতির নেতৃত্বে জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে মিছিল বের করা হয়। এরপর একটি সমাবেশে জাতীয় সংসদে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে বক্তব্য দেয়ায় কাজী ফিরোজ রশিদের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর স্লোগান দেয় তারা।
প্রধানমন্ত্রীকে অবমাননাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রনি জিডি করেন এবং এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।




















