রাজনীতি ৭ নভেম্বর, ২০১৯ ০৩:৫৮

চট্টগ্রাম -বোয়ালখালী আসনের সাংসদ মাঈনুদ্দিন খান বাদলের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রাম ৮ আসনের তিন তিন বারের মাননীয় সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আমার রাজনৈতিক অভিভাবক শ্রদ্ধেয় মইন উদ্দীন খান বাদল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭ টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গলুরের নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।

তিনি গত ১৮ অক্টোবর থেকে সেখানে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ববধানে চিকিৎসাধীন ছিলেন। দ্রুত সময়ের মধ্যে মরহুমের মরদেহ বাংলাদেশে আনা হবে।