নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিগত ১৫-১৬ বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমি ডামি ও নিশিরাতের নির্বাচন হয়েছে। এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা যেভাবে বিএনপির মিটিংয়ে জড়ো হচ্ছেন, যেভাবে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন- এগুলো দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে।’
রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদক ও দুর্নীতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ জেলায় বিরাট সমস্যা হলো দুর্নীতি ও মাদক। দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। নারায়ণগঞ্জ শহরের ২০টা স্পট আছে যেখানে মাদক ব্যবসা হয়। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘বিগত ১৫-১৬ বছর ধরে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ ছিল। সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারতো না। এ ছাড়া আমাদের দলসহ বহু রাজনৈতিক দলের মানুষের ওপর অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে, কেউ নিরাপদ ছিল না। কারও বাড়ি-ঘর, জমি এবং ব্যবসা-বাণিজ্য দখল হয়েছে। আমরা এটার ব্যাপারে কঠোর হতে যাচ্ছি। সন্ত্রাসী যে দলের হোক না কেন দেশের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে চাই। সবাই যেন নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারে, নিরাপদে চলাফেরা করতে পারে। সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই।’
তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়রম্যান বলেন, ‘১২ তারিখ ভোটের দিন মুসলমানরা তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজের জামাত করবেন। জামাত করে লাইনে দাঁড়িয়ে যাবেন। আর যারা মুসলমান নন সেই ভাইয়েরা ভোর বেলা মুসলমান ভাইদের সঙ্গে কেন্দ্রে চলে যাবেন।’
জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে এখানে ধানের শীষের প্রার্থীসহ একজন জোটের প্রার্থী আছেন। ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করার পর এলাকার সমস্যা যতক্ষণ পর্যন্ত না সমাধন হবে ততক্ষণ তাদের বাড়িতে গিয়ে আপনারা বসে থাকবেন। আপনাদের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, ব্রিজ যাতে ঠিক করে দেয় তারা। এই পাঁচ জনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। এদেরকে জিতিয়ে নিয়ে আনতে হবে।’
এ ছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন প্রকল্প, তরুণদেরকে ভাষা শিক্ষা সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ নানা পরিকল্পনার কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুর ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান প্রমুখ।
এর আগে, চট্টগ্রাম ও কুমিল্লায় জনসভায় অংশগ্রহণ করেন তিনি। পরে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ কাঁচপুরে জনসভায় অংশ নেন তিনি।





















