রাজনীতি ২৪ নভেম্বর, ২০২৫ ০৮:৩১

বার কাউন্সিল এডহক কমিটি বাতিলপূর্বক নির্বাচন দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান এডহক কমিটিকে অস্বচ্ছ, দায়িত্বজ্ঞানহীন, অদক্ষ, ব্যর্থ দাবি করে কমিটি বাতিলপূর্বক বার কাউন্সিলের নির্বাচন দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির আইনজীবী সংগঠন ন্যাশনাল ল'ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)।

একই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, চট্টগ্রাম বারসহ দেশের সব আইনজীবী সমিতির এডহক কমিটি বাতিলপূর্বক নির্বাচন দাবি করেছে সংগঠনটি।

সোমবার (২৩ নভেম্বর) দলটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট নাজমুস সাকিবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডহক কমিটির বিধান বার কাউন্সিল আদেশ বা বিধিতে নেই। রিভিউ আবেদনের ভিত্তিতে ১৯১৪ জনকে উত্তীর্ণ করে আবার সেই রেজাল্ট গতকাল বাতিল করে এসব ছেলেমেয়েদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে এই কমিটি দায়িত্বহীনতা, অদক্ষতা ও অস্বচ্ছতার পরিচয় দিয়েছে। এই কমিটির কোনো নৈতিক অধিকার নেই বার কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার।

অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। এই কমিটির অধীনে কোনো পরীক্ষা ও বার কাউন্সিল ইলেকশনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার ও বার কাউন্সিলের এডহক কমিটি দ্রুত বাতিল করে বার ও বার কাউন্সিলের গণতন্ত্রায়নকে ফিরিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিতে হবে।