বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রেজা কিবরিয়া।
এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনেও তিনি বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।
গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনটিতে এখনও পর্যন্ত ফাঁকা রেখেছে।
রাজনৈতিক ক্যারিয়ারে রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।





















