ডেস্ক রিপোর্ট ।।
রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে চলত অবৈধ মদের বার ও ক্যাসিনো। এখানে বেশিরভাগ যাতায়াত ছিল বিদেশিদের।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঐ বাড়টিতে অভিযান চালানোর পর দেখা যায় বাড়ির প্রতিটি ফ্ল্যাটের রান্নাঘরের সঙ্গে যুক্ত ছিল গোপন সুড়ঙ্গের। কোনো ধরনের সমস্যা মনে হলেই এ সুড়ঙ্গ দিয়ে নিরাপদে বাইরে পালানোর ব্যবস্থা ছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণামতে অভিযানের আগেই এ সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজা ওমর মোহাম্মদ।
পরে টানা ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিসা, বিয়ার, ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানে বাড়িতে কাউকে না পাওয়া গেলেও আটক করা হয় বাড়ির দুই কেয়ারটেকার নবীন মণ্ডল ও পারভেজকে। এ ঘটনায় সোমবার গুলশান থানায় মাদক আইনে দুটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩৪ ও ৩৫।
৩৪ নম্বর মামলায় আসামি করা হয়েছে, বাড়ির দুই কেয়ারটেকার নবীন মণ্ডল ও পারভেজকে। আর ৩৫ নম্বর মামলায় আসামি করা হয়েছে আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজা ওমর মোহাম্মদকে।
এ মামলায় ১১/এ বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে মাদক ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধারের কথা উল্লেখ করে। ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান জোনের পরিদর্শক এসএম শামসুল কবির বাদী হয়ে একটি মামলা এবং উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বাদী হয়ে অপর একটি মামলা করেন।
এরা আগে, রবিবার (২৭ অক্টোবর) বিকাল থেকে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ ও ১১/বি হোল্ডিংয়ে পাশাপাশি দুটি ছয়তলা বাড়িতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ভবন আলাদা হলেও একটি থেকে আরেকটিতে যাতায়াতের পথ ছিল। আর এই ভবন দুটিতে আজিজ মোহাম্মদ ভাইয়ের আত্মীয়-স্বজনরা থাকেন।
এর মধ্যে একটি ভবনের ছাদের এক কোণে ছিল ক্যাসিনো সামগ্রী ও সিসা বার। অন্য ভবনের চারতলার একটি কক্ষে ছিল মদের মজুদ।
ঢাকার গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে রবিবার অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধারের কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
দুই বাড়ি মিলিয়ে মোট ৩৯০ বোতল মদ পাওয়া গেছে জানিয়ে খোরশেদ আলম বলেন, ওমর মোহাম্মদের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আর চতুর্থ তলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের ফ্ল্যাট থেকে পাওয়া যায় বাকি মদের বোতল। এছাড়া সিসা সেবনের সরঞ্জাম এবং ক্যাসিনোতে জুয়া খেলার রুলেট হুইল এবং ১৬শ চিপস পাওয়া যায় সেখানে।


















