রাজনীতি ২৭ অক্টোবর, ২০১৯ ১০:২৫

মহিউদ্দীন চৌধুরীর স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন মেয়র নাছির

ডেস্ক রিপোর্ট ।। 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী হাসিনা মহিউদ্দিনকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নগর আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিরুদ্ধে।

রোববার (২৭ অক্টোবর) সকালে নগরীর পাঁচলাইশে দ্যা কিং অফ চিটাগং কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের চট্টগ্রাম জেলার সাংগঠনিক প্রতিনিধি সম্মেলনে এ ঘটনা ঘটে।

মেয়র নাছির ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এমন আচরণ করেছেন বলে দাবি করেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।তাছাড়া মহিউদ্দিন চৌধুরীর সাথে আ জ ম নাছিরের পূর্বেকার দ্বন্দ্বের শোধ নিয়েছেন বলেও অনেকে মনে করেন।

উপস্থিত কয়েকজন নেতা কর্মী  জানান, অনুষ্ঠানের দিন সকাল পৌনে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। মঞ্চ থেকে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী তাকে মঞ্চে আসার আহবান জানায়। মঞ্চে এসে উনি(হাসিনা মহিউদ্দিন) অতিথিরদের দ্বিতীয় সারিতে বসেন। মিনিট  বিশেক পর মেয়র আ জ ম নাছির উদ্দীন  তাকে  মঞ্চ থেকে নেমে যাবার নির্দেশ দেন।  তখন তিনি মঞ্চ থেকে নেমে যান এবং অনুষ্ঠানের বাকি সময়  মঞ্চের নিচের চেয়ারে বসে থাকেন।

এই ঘটনার জেরে মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সিটি মেয়র প্রয়াত আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় চট্টগ্রামে আওয়ামী লীগের  মহিউদ্দিন গ্রুপের নেতাকর্মীরা নগরীর জিইসি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।বিক্ষোবে মেয়ের নাছিরের এহেন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করেন।