রাজনীতি ২০ অক্টোবর, ২০১৯ ০৭:৪০

ওবায়দুল কাদেরের প্রশ্ন : মন্ত্রী হলে কি মেনন এ কথা বলতেন ?

ডেস্ক রিপোর্ট।। 

'সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি' বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এমন মন্তব্যের সমালোচনা করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রী হলে কি মেনন এ কথা বলতেন? এতদিন পরে মেনন কেন এ ধরনের বক্তব্য দিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এতদিন পর রাশেদ খান মেনন কেন এমন মন্তব্য করলেন, এ ব্যাপারে দলের (আওয়ামী লীগ) সভাপতির সাথে আলোচনা করে ১৪ দলের কাছে জানতে চাওয়া হবে।

প্রসঙ্গত, শনিবার বরিশালে এক অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, 'গত নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।'

ওবায়দুল কাদের আরও বলেন, বিতর্কিত ব্যক্তিরা নতুন কমিটিতে স্থান পাবে না। এছাড়া খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে বিএনপিকে রাজপথে আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন তিনি।