রাজনীতি ২০ অক্টোবর, ২০১৯ ০৭:৩১

প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় গণভবনে যাচ্ছেন না যুবলীগের চেয়ারম্যান ও শাওন

ডেস্ক রিপোর্ট।। 

গণভবনে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় যেতে পারছেন না যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বিকেল সাক্ষাতে যাচ্ছেন যুবলীগের ৩৬ জন নেতা।

তবে, গণভবনে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় যেতে পারছেন না যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন যুবলীগের ২২ জন প্রেসিডিয়াম সদস্য, ৯ জন সাংগঠনিক সম্পাদক এবং ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক।

যুবলীগের নেতাকর্মীরা বলছেন, দুর্নীতিমুক্ত নেতৃত্ব চান তারা। স্বচ্ছ ভাবমূর্তির যে কাউকেই নেতা মেনে নিতে রাজি তারা। একই সঙ্গে যুবলীগ নেতাদেরও বয়স নির্ধারণের পক্ষে তারা।