রাজনীতি ১৯ অক্টোবর, ২০১৯ ০৯:৪৯

মীজানুরের কথায় ‘আকাশ থেকে পড়লেন’ বিএনপি নেতা খন্দকার মোশাররফ

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া খন্দকার মোশাররফ হোসেন ‘আকাশ থেকে পড়েছেন’ যুবলীগের চেয়ারম্যান হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের আগ্রহ দেখে।

শনিবার (১৯ অক্টোবর) এক আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কড়া সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ।

তিনি বলেছেন, “আজকের পত্রিকায় দেখলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মীজানুর রহমান ঘোষণা করেছেন যুবলীগের যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তিনি উপাচার্যের পদ ছেড়ে দেবেন।"

“আমি আকাশ থেকে পড়েছি .. ধিক, লজ্জার। সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? কী জন্য? যুবলীগের দায়িত্বে গেলে ক্যাসিনো চালানো যায়, যুবলীগের দায়িত্বে গেলেই টেন্ডার, যুবলীগের দায়িত্বে গেলে হাজার হাজার কোটি টাকা লুট করার ব্যবস্থা আছে। চিন্তা করেন, একজন ভাইস চ্যান্সেলরের লক্ষ্য কী হয়ে গেছে!”

ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে যুবলীগের কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগের যুব সংগঠনটির সম্মেলন হতে যাচ্ছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটিকে কলঙ্কমুক্ত করতে এখন পরিচ্ছন্ন নেতৃত্ব আনার পরিকল্পনা হচ্ছে।

এর মধ্যেই যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান শুক্রবার বলেছেন, যুবলীগকে সুপথে ফেরাতে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার হলে তা নিতে উপাচার্যের পদ ছাড়তে তিনি রাজি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীজানুরকে কয়েক বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। বিএনপি নেতা খন্দকার মোশাররফও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।