স্পোর্টস ডেস্ক ।।
সবকিছু পরিকল্পনা মতো এগোলে ভারতের মাটিতে প্রথম টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দর্শক সারিতে পাবে বাংলাদেশ। ইডেন গার্ডেনসে এই ঐতিহাসিক টেস্ট দেখতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। শোনা যাচ্ছে, এই টেস্টে শেখ হাসিনার সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
আইএএনএস কয়েকটি সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, আমন্ত্রণপত্র এরই মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীকে পাঠিয়েছে সিএবি। এখন পর্যন্ত কারও সম্মতি না মিললেও তারা আশাবাদী, মোদি ও শেখ হাসিনা থাকবেন।
আইএএনস রিপোর্টে জানায়, ‘ক্রিকেট উদযাপনকে অন্য মাত্রায় নিয়ে যেতে বেশ সিদ্ধহস্ত এই অ্যাসোসিয়েন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজনের সময় অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। এমনকি সাবেক পাকিস্তান অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও ছিলেন ওই ম্যাচের দর্শক।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ২২ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট লড়াই। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ।




















