আশেক আহমেদ ।।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু এজিএস সাদ্দাম হোসেন গত ১৫ দিন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, সাদ্দাম হোসেনের স্পাইনে সমস্যা দেখা দিয়েছে। এর জন্য তার স্পাইন সার্জারির প্রয়োজন।
এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিম সাদ্দামের সকল রিপোর্ট পর্যালোচনা করে খুব দ্রত তার অপারেশনের সিদ্ধান্ত নেবেন।

বাংলাদেশের অন্যতম নিউরো সার্জন কনক কান্তি বড়ুয়া সাদ্দাম হোসেনের মেডিকেল রিপোর্ট দেখে বলেছেন, স্পাইন সমস্যার জন্য তার অপারেশন প্রয়োজন আছে। আমাদের দেশে অপারেশন করা যায় কিন্তু তার যে সমস্যা সেক্ষেত্রে দেশের বাইরে অপারেশন করা ভাল হবে।

গত ১৫ দিন ডাকসু এজিএস সাদ্দাম হোসেনকে ঢাবি ক্যাম্পাসে দেখতে না পেয়ে ঢামেকে ছুটে এসেছে ঢাবির প্রায় অর্ধশতাধিক পথশিশু। এই পথ শিশুদের সাথে কথা বলে জানা যায় তাদেরকে সাদ্দাম নিজের ছোট ভাই-বোনের মত আদর করতেন। বিভিন্ন সময় তাদেরকে খাওয়াতেন ও পোশাক-পরিচ্ছদ কিনে দিতেন। তাদের মধ্যে অনেকেরও পড়াশুনার ব্যবস্থা তিনি করেছেন।

সম্প্রতি বুয়েটসহ একাধিক ছাত্র আন্দোলনে সাদ্দাম অসুস্থ থেকেও ছাত্রলীগের সাথে উপস্থিত ছিলেন। যদিও চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
প্রসঙ্গত, প্রায় দুই সপ্তাহ আগে ঢাবির টিএসসিতে ফুটবল খেলতে গিয়ে তিনি স্পাইনে আঘাত পান। এছাড়া চার বছর আগে ঠিক একই জায়গায় তার একটি অপারেশন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় বার একই জায়গায় তার এই অপারেশন বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। ঝুঁকির কথা বিবেচনা করে দেশের বাইরে অপারেশন করার জন্য তাকে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসরা।
নিজের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাদ্দাম হোসেন।




















