রাজনীতি ১৩ অক্টোবর, ২০১৯ ০৪:০৬

সিলেটে ভুল ব্যানারে বিএনপির সমাবেশ!

ডেস্ক রিপোর্ট।। 

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিলেও ‘দেশ বিরোধী চুক্তি বাতিলের প্রতিবাদে’ লেখা ব্যানার দিয়েই সমাবেশ করলো সিলেট মহানগর বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১২ অক্টোবর) বিকেলে বিএনপির এ সমাবেশ শুরু হলে ব্যানারের লেখা নিয়ে বেশ কানাঘুষা শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে ব্যানার পরিবর্তনের সুযোগ না থাকায় ওই বিতর্কিত ব্যানার দিয়েই শেষ হয় মহানগর বিএনপির সমাবেশ।

এদিকে সমাবেশের পর থেকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সমাবেশের মূল বিষয় থেকে সম্পূর্ণ বিপরীত এ লেখা নিয়ে আসছে নানা বিরুপ মন্তব্য। যদিও সমাবেশকালে এ ব্যাপারে বিএনপি নেতারা আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি।

পরে বিষয়টি নিয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন- ‘সভাপতি হিসেবে দায়টা আমার উপরই পড়ে। তবে এটা প্রিন্টিং মিসটেইক। তারপরও এ বিষয়ে আগে খেয়াল করা আমাদের উচিত ছিল।’ তিনি সবাইকে বিষয়টি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানান।

মহানগর সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ।

এ সময় বরকত উল্লাহ বুলু বলেন- আওয়ামী সরকার নিজেদের ক্ষমতা ঠিকিয়ে রাখতে দেশকে বিকিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় সরকার ভিন্নমতকে সহ্য করতে পারে না। ষড়যন্ত্রমূলক মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা এবং দেশ বিরোধী চুক্তির বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা এক সূত্রে গাথা। কারণ দুজনের অপরাধ দেশপ্রেম। এই অপশক্তির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।

সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।