ডেস্ক রিপোর্ট ।।
হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ স্মরণে শোকর্যালি করবে বাংলাদেশ ছাত্রলীগ।
ছাত্রলীগের পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ শোকর্যালি আয়োজন করা হবে। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে র্যালি শুরু হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
বুধবার রাতে ছাত্রলীগের পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। এ হত্যাকাণ্ডটি ছাত্রসমাজসহ প্রতিটি মানুষের হৃদয়ে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ নিহত আবরার ফাহাদের স্মরণে এক শোকর্যালির কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে র্যালি শুরু হবে।

প্রসঙ্গত, গত রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তদারকির নামে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে অমানবিক নির্যাতন চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে নির্যাতনের মুখে নিহত হন আবরার। প্রতিবাদে আন্দোলনে নামে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন নিহতের বাবা। গ্রেফতার হয়েছেন জড়িতরা। তবে পলাতক আছেন কয়েকজন। এ দিকে জড়িত ১১ জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।




















