ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ছাত্রলীগ নেতাকর্মীদের সম্পৃক্তায় বিব্রত আওয়ামী লীগ। এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনীতি করতে না পারে সেজন্য দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগ জানিয়েছে আবরার হত্যাকাণ্ডে বুয়েট ছাত্রলীগের ১১ জনের সম্পৃক্ততার প্রমান পাওয়ায় তাদেরকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ও ছাত্রলীগের তদন্ত কমিটির প্রধান ইয়াজ আল রিয়াদ আমাদের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে তিনি নিজেও আবরার হত্যাকান্ডের বিচার দাবি করেছেন।
গত ১৪ সেপ্টেম্বর অনিয়ম দুর্নীতির কারণে ছাত্রলীগের শীর্ষপদ থেকে সরিয়ে দেয়া হয় সংগঠনের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে। এরপরই অনেকটা চাপে ছিল ছাত্রলীগ।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে বুয়েট শাখা ছাত্রলীগ। এ ঘটনাটি তোলপাড় সৃষ্টি করে দেশজুড়ে।
একটি অনলাইন পত্রিকাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ছাত্রলীগের এ ধরনের ঘটনা দলের জন্য অস্বস্তিকর।
তিনি বলেন, 'মেধাবী ছাত্রেরা এ ধরনের কাজে জড়িয়ে পড়ছে। এটি একটি উদ্বেগজনক ব্যাপার। আমরা চাই না এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটুক। এরকম জায়গায় আওয়ামী লীগের জিরো টলারেন্স।'
গতকালের এ ঘটনায় তাৎক্ষণিক ২ সদস্যর তদন্ত কমিটি করে জড়িত থাকার অভিযোগে বুয়েটের ১১ ছাত্রলীগ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে সংগঠনটি।






















