রাজনীতি ৩১ জুলাই, ২০২৩ ০৭:৩৩

৩ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী এক বছরের জন্য ঢাকা মেডিকেল কলেজসহ তিন মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩১জুলাই) বিকালে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককের যৌথ স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে তিন কলেজের কমিটি ঘোষণা করা হয়। 

চিঠির মতে, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি আবু সাইদ আল মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. ইরতিজা হাসান ফয়সালকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অন্য এক চিঠিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি হিসেবে মো. রাগীব শাহরিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে করা হয়েছে মো. সাইফুল ইসলাম সাইফ। 

আরেক চিঠিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি হিসেবে হিসেবে দায়িত্ব পেয়েন দূর্জয় পাল। সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রসুল জয়।

আমাদেরকাগজ/এইচএম