রাজনীতি ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৪৫

নিজের ও ছেলের কাণ্ডে বিতর্কের মুখে জাতীয় সংসদের হুইপ সামশুল হক

ডেস্ক রিপোর্ট।। 

সরকারের জুয়াবিরোধী অভিযানের বিরোধিতা করে বক্তব্য। সাথে চট্টগ্রাম আবাহনীর এক কর্মকর্তাকে পুত্রের হুমকি। সবমিলে দল এবং দলের বাইরে এখন তীব্র বিতর্কের মুখে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। গুরুত্বপূর্ণ পদে থেকে তার এবং পুত্রের এ ধরনের আচরণ-বক্তব্যে ক্ষুব্ধ দলের নেতারাও। যদিও পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি সরকার দলীয় এই সংসদ সদস্যের।

চট্টগ্রামে জুয়া রোধে স্পোটিং ক্লাবগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পর ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সামশুল হক চৌধুরী।

তার বক্তব্যের পরই বির্তকে মুখে পড়েন পটিয়ার এ সংসদ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহল থেকে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ। একে একে উঠে আসে চট্টগ্রাম আবাহনীকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির নানা তথ্য। বেরিয়ে আসে অতীত ইতিহাস। যদিও ঢাকা থেকে ফিরে এগুলোকে তার বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করছেন তিনবারের এ নির্বাচিত সংসদ সদস্য।

সরকারের এ অভিযানকে যেখানে সারা দেশের মানুষ স্বাগত জানাচ্ছে সেখানে দায়িত্বপূর্ণ পদে থেকে এ ধরনের বক্তব্যকে ঔদত্যপূর্ণ আচরণ বলছেন খোদ দলের নেতারা শীর্ষ নেতারা। এ কারণে বিব্রতও তারা।
 
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর এমন আচরণে দল বিব্রত।

এদিকে, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জাতীয় সংসদের হুইপ যেভাবে কথা বলেছেন তা দল এবং সরকারের জন্য সুখকর বিষয় নয়। এতে করে সাধারণ জনগনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে বলে মনে করেন তিনি।

আওয়ামীলীগ সভানেত্রী বিদেশ থেকে আসলে এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানান দলের নেতারা। চট্টগ্রাম পটিয়া আসন থেকে তিন বার নির্বাচিত সংসদ সদস্য হন সামশুল হক চৌধুরী।