ডেস্ক রিপোর্ট।।
‘রংপুর-৩ আসনের উপনির্বাচনে কোনও ভোট কেন্দ্রে ভোটার বা প্রার্থীদের এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বলে জানিয়েছে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
আজ শুক্রবার সকালে রংপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘রংপুর-৩ আসনের নির্বাচনে ১৭৫টি ভোট কেন্দ্রের সবগুলোতে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
বিএনপি প্রার্থী রিটা রহমানের অভিযোগ, ইভিএম মেশিনে ভোট কারচুপি করা সহজ এবং অনায়াসে ভোটের ফলাফল পাল্টানো যায়। এই অভিযোগের জবাবে ইসি বলেন, ‘বগুড়ায় অতি সম্প্রতি উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট হয়েছে। সেখানে তো বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। কই ওই ব্যাপারে তারা তো কিছুই বলছেন না। রংপুর-৩ আসনের উপনির্বাচনে ইভিএমে ভোট হোক, আশা করি তখন আর অভিযোগ করতে পারবেন না। তবে অভিযোগ করতে হয় বলেই করলেন, এমন হলে বলার কিছুই নেই।’




















