রাজনীতি ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৫৫

ফালুর ক্যাডার হিসাবে যাত্রা শুরু বর্তমানে তিনি পাপনের 'দোস্ত'

ডেস্ক রিপোর্ট।। 

একসময় ছিলেন মোসাদ্দেক আলী ফালুর ক্যাডার। বর্তমানে মোহামেডান ক্লাবের চেয়ারম্যান। তার ক্রীড়াঙ্গনে প্রবেশ ফালুর হাত ধরেই । এখন তিনি হয়ে গেছেন আওয়ামী লীগার এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ‘দোস্ত’।

পাপনের কারণেই ক্রীড়াঙ্গনে তার দাপট। এমনকি তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক মণ্ডলীর সদস্যও হয়েছেন। সাম্প্রতিক সময়ে ক্যাসিনো বিরোধী অভিযানে লোকমান হোসেনের নাম সামনে চলে এসেছে। মোহামেডানে ক্যাসিনো বাণিজ্য এবং অনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে খুঁজছে পুলিশ। কিন্তু তিনি এখন গা ঢাকা দিয়েছেন।

লোকমান ছিলেন বিএনপির নেতা। মোসাদ্দেক আলী ফালুর ক্যাডার হিসেবে তিনি পরিচিত ছিলেন। মোসাদ্দেক আলী ফালুর একান্ত সহযোগী এই লোকমান ২০০৯ সালের পরে আস্তে আস্তে পাল্টে যেতে থাকেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। এসময় তিনি পাপনের বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে শুরু হয় তার আওয়ামী লীগার হিসেবে উত্থানপর্ব।