ডেস্ক রিপোর্ট।।
জি কে শামীম ও তার পরিবারের পর এবার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ইসমাইল চৌধুরী সম্রাটের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও আরও ১০ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া যায়।
ব্যাংক হিসাব তলবের তালিকায় আরও ১০ জনের মধ্যে ফারজানা চৌধুরী, প্রশান্ত কুমার হালদার, আফসার উদ্দীন মাস্টার, আয়েশা আক্তার, শামীমা সুলতানা, শেখ মাহামুদ জোনাইদ, মো. জহুর আলম, এসএম আজমল হোসেন, ব্রজ গোপাল সরকার ও শরিফুল আওয়ালের নাম রয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের হিসাব স্থগিত করা হয়েছে। বাকিদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
সূত্র জানায়, গত রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে জি কে শামীমের হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য বড় অংকের কয়েকটি চেক ব্যাংকে জমা পড়ে। এরপর ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে পরামর্শ চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক ওই দিন দুপুরের মধ্যেই নির্দেশনা জারি করে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জি কে শামীম, তার স্ত্রী ও মা-বাবার নামে থাকা সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে হবে। এ সংক্রান্ত সব তথ্য একদিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়। পরবর্তীতে হিসাবে অসংগতি ও কর ফাঁকির অভিযোগে তার ও তার পরিবারের সবার ব্যাংক হিসাব জব্দ করেন বাংলাদেশ ব্যাংক।
এরই ধারাবাহিকতায় এবার ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত, হিসাবে অসংগতি ও সঠিক তথ্য না দেয়াসহ একাধিক অভিযোগে ইসমাইল চৌধুরী সম্রাট ও সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যাংক হিসাবও জব্দ করেছেন বাংলাদেশ ব্যাংক।




















