নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর নিকেতনের ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসায় শুক্রবার অভিযান চালিয়ে যুবলীগের সমবায় সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে সর্বস্তরে পরিচিত জি কে শামীমকে আটক পর পর তার সাংগঠনিক পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আর এমন সময় সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের সাথে শামীমের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে।
সাত দেহরক্ষী এবং বিপুল পরিমাণ টাকাসহ আটক জি কে শামীম যুবলীগের কেউ নয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
প্রসঙ্গত, এই মহাক্ষমতাধর ব্যক্তির নাম এস এম গোলাম কিবরিয়া ওরফে শামীম। নিজের নাম সংক্ষেপ করে বলতেন জি কে শামীম। ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের মালিক তিনি। নিজেকে পরিচয় দিতেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক বলে। গতকাল শুক্রবার র্যাব সদস্যরা তাঁর কার্যালয়ে হানা দিয়ে তাঁকে ও তাঁর সাত দেহরক্ষীকে গ্রেফতার করেন।
এ সময় সেখান থেকে ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র (তাঁর মায়ের নামে ১৪০ কোটি), ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরি ডলার, একটি আগ্নেয়াস্ত্র এবং মদের বোতল জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং চাঁদাবাজি ও টেন্ডারবাজির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করেছেন।
এছাড়ার অন্য এক সূত্র থেকে জানা যায়, সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের খুবই ঘনিষ্ঠ ছিল এই শামীম । সে সময় থেকেই গণপূর্তের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে আসছে সে।



















