রাজনীতি ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:১৭

কলাবাগান ক্লাবের সভাপতিকে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক।। 

কলাবাগান ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম ফিরোজকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার ভোরে কলাবাগান ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় পৃথক দুইটি টি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি মো. আবদুল লতিফের সঙ্গে কথা হলে বিষয়টি আমাদেরকাগজকে নিশ্চিত করেছেন।

 শুক্রবার দুপুর দিকে ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষকলীগ নেতা শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় র‌্যাব। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে নিয়ে কলাবাগান ক্রীড়াচক্রের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। 

এসময় টানা এক ঘণ্টার অভিযানে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ভবন থেকে লাইসেন্সবিহীন বিদেশি পিস্তল, ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম কয়েন এবং ৫৭২টি প্লেয়িং কার্ড সেট উদ্ধার করে র‌্যাব। এসব সরঞ্জাম ক্লাবটির সভাপতি শফিকুল আলমের অফিস কক্ষ