রাজনীতি ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩৬

র‍্যাবের জিজ্ঞাসাবা‌দে কলাবাগান ক্রীড়া চ‌ক্রের সভাপ‌তি

নিজস্ব রিপোর্ট।। 

কলাবাগান ক্রীড়া চ‌ক্রের সভাপ‌তি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবা‌দে নিয়েছে র‍্যাব ।  আজ দুপুর থেকে ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে তারা অবস্থান নেন। র‌্যাব-২ এর অপারেশন অফিসার সাইফুল মালিক গণমাধ্যমকে জানান, আমরা অভিযান শুরু করবো। বর্তমানে কলবাগান ক্রীড়াচক্রের মাঠের পাশে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে র‌্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলছিলো। এমন খবরে এখানে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহর নেতৃত্বে র‌্যাব ক্লাবটিতে অভিযানের প্রস্তুতি নিয়েছে।