রাজনীতি ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫৮

এবার সম্রাটের পালা!

ঢাকা মহানগর দক্ষিনের যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট

ঢাকা মহানগর দক্ষিনের যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা মহানগর দক্ষিনের যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আইনের আওতায় আনতে খুজছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে আঞ্জুমান মফিদুলের ভবন নির্মানে চাঁদা চাওয়া, অবৈধভাবে জুয়া খেলার আসর ক্যাসিনো চালানোর অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য এর আগে ঢাকা মহানগর দক্ষিনের যুবলীগের সাধারন সম্পাদক খালিদ মাহমুদ ভূইয়াকে আজ বুধবার(১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানের  ৫৯ নম্বর রোডের  ৫ নাম্বার বাসায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এছাড়াও আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রথমে তাকে ধরার জন্য র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলম এর নেতৃত্বে  র‍্যাব-৩ এর একটি টিম রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় ইয়াং ম্যান্স ক্লাবে অভিযান চালায়। উক্ত অভিযানে ১৪২ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিপুল অঙ্কের অর্থ জব্দ করেছে র‍্যাব।