ডেস্ক রিপোর্ট।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৩ অক্টোবর। এর আগে ৮ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছিল। তবে জাতীয় সংসদ অধিবেশন থাকায় তা পেছানো হয়। দীর্ঘ ১৩ বছর পর সম্মেলন আয়োজনের খবরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দীর্ঘ ১৩ বছর পর সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া বলেন, সারা দেশেই এরকম মেয়াদোত্তীর্ণ কমিটি রয়েছে। দল সরকারে থাকলে দলের সম্মেলন করার কাজটা একটু স্তিমিত হয়ে পড়ে। দলের সাবেক দুই সভাপতি উদ্যোগ নিয়েও সম্মেলন করতে পারেননি। সম্মেলনের সব প্রস্তুতি তাঁদের রয়েছে। ভোটার তালিকাসহ সবকিছুই প্রস্তুত করে রাখা হয়েছে।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সর্বশেষ ২০০৬ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এরপর গুরুত্বপূর্ণ পদগুলোতে বেশির ভাগ সময় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে চালানো হয়েছে সাংগঠনিক কার্যক্রম। ১৩ বছর ধরে মূল দলের সম্মেলন না হওয়ায় ঝিমিয়ে পড়ে সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমও। এই অবস্থায় শ্রীমঙ্গলে আওয়ামী লীগের সম্মেলন অতি দ্রুত আয়োজন করতে দলের উচ্চপর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, ৮ সেপ্টেম্বর সম্মেলন অনুষ্ঠান ঘোষণা দেওয়ার পর তৃণমূলে বেশ সাড়া পড়েছিল। আওয়াজ উঠেছিল কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের। তৃণমূলের মতামত ও সমর্থনের ভিত্তিতে কমিটি গঠন করতে জেলার নেতৃবৃন্দের কাছে আবেদন জানান তাঁরা। কিন্তু নির্ধারিত তারিখে সম্মেলন স্থগিত করায় স্তিমিত হয়ে পড়ে সবকিছু।
উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘সময়মতো উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। আমরা যারা রাজনীতি করি, তাদের স্বপ্ন মূল দলে জায়গা পাওয়া। কিন্তু সম্মেলন না হওয়ায় আমরা মূল দলে ঢুকতে পারছি না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া ছাড়াও উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু শহীদ আব্দুল্লাহ।
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে নাম শোনা যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউসুব আলীর।
১৩ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। তিনি বলেন, এর আগে ৮ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ ঠিক করেও জাতীয় সংসদ অধিবেশন থাকায় তা পেছানো হয়েছিল।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনসুরুল হক বলেন, ‘তৃণমূলের প্রত্যাশা সম্মেলনে প্রতিফলিত হবে বলে আমরা আশা রাখি। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। পুরো দেশে যে প্রক্রিয়ায় সম্মেলন হয়েছে, সেভাবেই হবে। কাউন্সিলর ও নেতৃবৃন্দ চাইলে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হতে পারে।’




















