রাজনীতি ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৪১

'ছাত্রদলের কাউন্সিল বন্ধ করেছে সরকার'

ডেস্ক রিপোর্ট।। 

সরকার আদালতকে ব্যবহার করে ছাত্রদলের জাতীয় কাউন্সিল বন্ধ করেছে। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচিতে তিনি আরও বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আইনি লড়াই ও রাজপথের লড়াই পাশাপাশি চলবে। আজকে বাংলাদেশে কোনো রাজনীতি নেই, আমাদেরকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না। একতরফা সব কিছু চলছে।

বিএনপিকে ‘সুসংগঠিত করার জন্য’ বিভিন্ন পর্যায়ে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও তৃণমূলে কাউন্সিল করার অনুমতি দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

খন্দকার মোশাররফ বলেন, আমরা মনে করি, আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের যে গণতান্ত্রিক চর্চার চেষ্টা- এটাতেও সরকার নানাভাবে বাধা দিচ্ছে।

ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে শনিবার কাউন্সিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিদায়ী ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহর একটি আবেদনে বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ নুসরাত জাহান কাউন্সিল আয়োজনে স্থগিতাদেশ দেন।