রাজনীতি ২২ অক্টোবর, ২০২২ ০২:৪৫

সড়কে ভিআইপিদের নিয়ম মানতে হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুলেছেন,সড়কে  আমাদের ভিআইপিদের নিয়ম মানতে হবে। ভিআইপি রাস্তায় ভিড় দেখলেই পুলিশকে রিকোয়েস্ট করে ছেড়ে দিতে। ভিআইপিরা রং সাইড দিয়ে চলাচল করে যায়। তবে আগের চেয়ে কমেছে কিন্তু বন্ধ হয় নাই।

শনিবার নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইনটি এতদিনেও বাস্তবে আলোর মুখ দেখাতে পারিনি। এখন বিষয়টি দাঁড়িয়েছে, আইন রয়েছে বিধিমালা ফয়সালা হয় না, সেটা মানুষকে অন্ধকারে রাখা।

তিনি বলেন, দুর্ঘটনার সংখ্যা আগের চেয়েও কমলেও মৃত্যুহার বাড়ছে। এর একমাত্র কারণ ইজিবাইক। আমরা দায়িত্ব এড়াতে পারব না।

আমাদের কাগজ/ ইদি