রাজনীতি ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৪৯

আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের ছেলে হতে যাচ্ছে ছাত্রদলের সভাপতি

নিজস্ব প্রতিবেদক।। 

জাতীযয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে বৈধ সভাপতি প্রার্থী ১৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে রয়েছে যশোর জেলার কেশবপুর উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলামের ছেলে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নাম রয়েছে। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও শ্রাবণ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

শ্রাবণের বড় ভাই কাজী মুস্তাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মেজ ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। সেজ ভাই কাজী আজাহারুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।

কাজী রওনকুল ইসলাম শ্রাবণের বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, শ্রাবণ ছাত্রদলের নেতা হওয়ায় সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আমার বাবা কাজী রফিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এজন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। আমরা পাঁচ ভাই ও এক বোন। সবার ছোট শ্রাবণ। মেধাবী ছাত্র। ছাত্রজীবন থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িত।

মোস্তাফিজুর রহমান দাবি করেন, রাজনীতির কারণে ১৫ বছর ধরে পরিবারের সঙ্গে শ্রাবণের কোনো সম্পর্ক নেই। সংসদ নির্বাচনে এলাকায় এসেছিল ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট করতে। কিন্তু বাড়ি আসেনি।

এবিষয়ে যশোরের সন্তান কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রদলের ইউনিটগুলোতে সফরের সময় কাউন্সিলরদের একটি কথাই বলছি- আমি আপনাদের কাছে রক্তের উত্তরাধিকার হিসেবে আসিনি, আমি এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকারি হিসাবে। সবাই আমার ব্যাপারে জানে। আমার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। ওয়ান-ইলেভেন ও ২০১৪ সালের আন্দোলনসহ সব আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছি, জেলে গিয়েছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।