রাজনীতি ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৩৫

ভাই ভাবীর নেতৃত্বের লড়াই, ভাঙনের দুয়ারে জাতীয় পার্টি

ডেস্ক রিপোর্ট।।

হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার ভাই আর স্ত্রীর নেতৃত্বের টানাপড়েনে ভাঙন প্রায় নিশ্চিত হয়ে গেছে জাতীয় পার্টির।

এরশাদের ‘শেষ ইচ্ছার’ দোহাই দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদটি নিয়েছিলেন তার ভাই জিএম কাদের। তা নিয়ে তখনই আপত্তি করেছিলেন এরশাদের স্ত্রী রওশন।

কাদের এখন সংসদে বিরোধী দলীয় নেতা হতে চাওয়ায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এরশাদপত্নী রওশনকেই পাল্টা চেয়ারম্যান ঘোষণা করেছেন তার অনুসারী নেতাকর্মীরা।

রওশনের উপস্থিতিতে তার বাসভবনে ওই সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “রওশন এরশাদ পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল করে গণতান্ত্রিক উপায়ে স্থায়ী চেয়ারম্যান ঠিক করব।”

জাতীয় পার্টির ‘গঠনতন্ত্র ভেঙে’ জিএম কাদের চেয়ারম্যান হয়েছেন অভিযোগ করে আনিসুল বলেন, “জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের সম্মান দেবেন রওশন এরশাদ।”