রাজনীতি ৯ ডিসেম্বর, ২০২০ ০৬:৫৯

১০ উপজেলা,৫ পৌরসহ ১১ ইউপি নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার ১০টি উপজেলা পরিষদ, ৫টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, হাইকোর্ট বিভাগে এ-সংক্রান্ত রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ইউনিয়ন দুইটির নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এ ইউনিয়ন দুটিতে ভোটগ্রহণের দিন ধার্য ছিল। এছাড়া ১০টি উপজেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন, ৫টি পৌরসভা ও ৪টি ইউনিয়নে সাধারণ এবং ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

১০টি উপজেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন :
বগুড়ার শেরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান, নওগার রাণীনগরে চেয়ারম্যান, পাবনার ঈশ্বরদী ও বেড়ায় চেয়ারম্যান, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান, রাজবাড়ীর গোয়ালন্দে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

যে ৫ পৌরসভায় সাধারণ নির্বাচন : ফরিদপুরের ফরিদপুর ও মধুখালী, মাদারীপুরের রাজৈর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা।

৪ ইউনিয়নে সাধারণ নির্বাচন : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চর শোলমারী এবং রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন।

৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন: ময়মনসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুর, নরসংদীর মনহরদীর গোতাশিয়া, শরীয়তপুর ভেদরগঞ্জের ডিএমখালি, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল, হবিগঞ্জ সদরের রাজিউড়া, কুমিল্লা মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ও রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলার মগবান উপজেলা।